Traffic signal ট্রাফিক আইনের একটিগুরুত্বপূর্ণ বিষয়। ট্রাফিক সিগনাল তথা সড়ক ও মহাসড়কে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যাবহার করা হয় তার অর্থ বুঝা অনেক জরুরী। ট্রাফিক আইন এর সকল বিধি নিষেধ মহাসড়কে ট্রাফিক সিগনাল বা সাংকেতিক চিহ্ন ব্যাবহার করা হয়। নিরাপদে পথ চলতে এই ট্রাফিক সিগনাল অতীব জরুরী।
মোটরযান আইন মোতাবেক সড়কে মোটরযান চালাতে গেলে সাথে রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স ( Driving Licence ), ইন্স্যুরেন্সসহ গাড়ির নানা কাগজপত্র। মোটরযান অধ্যাদেশ অনুযায়ী সংশ্লিষ্টদের চাওয়া মাত্র এসব পেপারস (ড্রাইভিং লাইসেন্স Driving licence, ইন্স্যুরেন্স সহ গাড়ির নানা কাগজপত্র) দেখাতে হবে। এসব কাগজ পত্র দেখাতে অপারগ হলে বা কোন কাগজে ত্রুটি থাকলে গুনতে হবে বিভিন্ন জরিমানা, হতে পারে বিভিন্ন মেয়াদের জেল গাড়িটিও চলে যেতে পারে থানায় বা ডাম্পিংয়ে।
বর্তমানে আমাদের দেশে মোটর সাইকেল আরোহীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে যাদের অধিকাংশই সড়ক পরিবহন আইন তো দুরের কথা মোটর সাইকেল চালানোর নিয়ম টাই ভালো ভাবে জানে না। তারা ট্রাফিক সিগনাল যথাযথ ভাবে মেনে চলে না ফলে এলোমেলো ট্রাফিক চলাচলের পরিনাম হয় প্রতিটি ট্রাফিক সিগনাল এ ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যাম এর কারনে ব্যাহত হচ্ছে দেশের উন্নয়ন। নিরাপদ সড়ক চাই আন্দোলন করে সড়ক পরিবহনআইন সংস্কার করা হলেও নিরাপদ সড়ক শুধু কাগজের লেখা বা মুখের কথা পর্যন্তই আটকে আছে। মোটরযান আইন বা মোটরযান অধ্যাদেশ এ নিরাপদ সড়ক এরলক্ষে অনেক আইনই এ করা হয়েছে নিরাপদ সড়ক কে মাথায় রেখে। ট্রাফিক সিগনাল মেনে নিরাপদ সড়ক চাই আন্দলনে অংশ নিন। আপনার পরিবারের আগামীর পথচলা সুন্দর করুন।
সরাসরি ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.appshouseproduction.traffic_signal_apps_in_bangla
Comments will not be approved to be posted if they are SPAM, abusive, off-topic, use profanity, contain a personal attack, or promote hate of any kind.